৩১ অক্টোবর (এপি/ইউএনবি)- আজ বুধবার ভারতে উদ্বোধন করা হলো বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য স্ট্যাচু অব ইউনিটি। দেশটির সাবেক বর্ষীয়ান রাজনৈতিক নেতা ও প্রথম উপপ্রধানমন্ত্রী সরদার বল্লভভাই প্যাটেলের ১৪৩তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ভাস্কর্যের উদ্বোধন করেন।
ভারতের গুজরাট রাজ্যের কেভদিয়ায় নির্মিত ১৮২ মিটার (৫৯৭ ফুট) উঁচু এই ভাস্কর্যটি তৈরি করতে ব্যয় হয়েছে ৪০৩ মিলিয়ন মার্কিন ডলার।
উদ্বোধনকালে মোদি বলেন, প্রকল্পটি তৈরি করার উদ্যোগ নেয়ার পর ভারত একটি দরিদ্র দেশ হিসেবে সমালোচিত হওয়া সত্ত্বেও তার প্রতিজ্ঞা পালন করেছেন তিনি।
স্বাধীনতা যুদ্ধে রাজ্যগুলো ঐক্যবদ্ধ করার জন্য প্যাটেলেকে ভারতের আয়রন ম্যান হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। ১৯৪৭ সালের ভারত স্বাধীন হওয়ার পর তিনি প্রথম উপপ্রধানমন্ত্রী হন।
১৮৭৫ সালে মুম্বাইতে জন্মগ্রহণ করেন সরদার বল্লভভাই প্যাটেল। বর্ণাঢ্য এই নেতা ১৯৫০ সালে ১৫ ডিশেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন।